॥শিহাবুর রহমান॥ আগামী ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে ৭জন ও রাজবাড়ী-২ আসনে ১১জন মোট ১৮জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদের মধ্যে অধিকাংশই প্রার্থী গতকাল ২৮শে নভেম্বর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ শওকত আলীর কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।
রাজবাড়ী-১ আসনে মনোনয়নপত্র দাখিলকারীগণ হলেন ঃ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বতর্মান এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ আসলাম মিয়া, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মোঃ আখতারুজ্জামান হাসান, ন্যাশনালিস্ট পিপলস পার্টির নাজমুল হক, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী জাহাঙ্গীর আলম খান ও কৃষক শ্রমিক জনতা লীগের জুয়েল রানা।
এছাড়াও রাজবাড়ী-২ আসনে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন ঃ জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান এমপি মোঃ জিল্লুল হাকিম, জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি নাসিরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ মোঃ আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টির এডঃ আলহাজ্ব এবিএম নুরুল ইসলাম, সাংস্কৃতিক মুক্তিজোটের নাজমুল হাসান, গণফোরামের ইমামুজ্জামান চৌধুরী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নুর মোহাম্মদ মিয়া, জাসদ(ইনু) সুশান্ত কুমার বিশ^াস, জাসদ(রব) খন্দকার সদরুল আমিন হাবীব ও স্বতন্ত্র নুর উদ্দিন মিয়া।
উল্লেখ্য, বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে রাজবাড়ী-১ আসনে বিএনপির ২জন ও রাজবাড়ী-২ আসনে ৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ২রা ডিসেম্বর রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৯ই ডিসেম্বর। আর ভোট গ্রহণ হবে ৩০শে ডিসেম্বর।