॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীতে ভারতগামী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে প্রায় ৯ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। গতকাল ২৭শে নভেম্বর ভোর ৩টার দিকে রাজবাড়ী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ফরিদপুরের আমিরাবাদে পাথর নামিয়ে ট্রেনটি ভারতের উদ্দেশ্যে যাচ্ছিল। রাত ৩টার দিকে ১নং লাইন থেকে রাজবাড়ী রেলস্টেশনে ৩নং লাইন দিয়ে প্রবেশের পথে ১নং রেলগেটের কাছে একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ফলে রাজশাহী, খুলনা, দৌলতদিয়া ও ফরিদপুরের সাথে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং ১ ও ২নং রেলগেট দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায়। সকাল ৯টার দিকে লাইনচ্যুত বগিটি লাইনে উঠানো হয়। এর কিছুক্ষণ পর ট্রেনটির অবশিষ্ট বগি ওই লাইন দিয়ে পাড় করার সময় একই স্থানে এসে আরো একটি বগি লাইনচ্যুত হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে লাইনচ্যুত বগিটি ঠিক করা হলে এ রুটে ট্রেন চলাচল শুরু হয়।
রাজবাড়ীতে ভারতগামী মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ৯ঘন্টা চলাচল বন্ধ
