Site icon দৈনিক মাতৃকণ্ঠ

শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

॥কবির হোসেন॥ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের(৪র্থ পর্যায়) ২০১৬ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ বিতরণ গতকাল ৮ই ফেব্রুয়ারী দুপুরে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মানোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, জেলা বার এসোসিয়েশন ও জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডঃ গণেশ নারায়ন চৌধুরী এবং জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অসীম কুমার পাল। সভাপতিত্ব করেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (৪র্থ পর্যায়) সহকারী পরিচালক ফারজানা তানিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মানোয়ার হোসেন মোল্লা শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার উপর গুরুত্ব আরোপ করেন এবং তারা যাতে ধর্মীয় অনুশাসন মেনে চলে, অপরাধ থেকে দূরে থাকে সেদিকে খেয়াল রাখার আহবান জানান।