॥স্টাফ রিপোর্টার॥ ‘শৃঙ্খলিত হাতে খুলি অবরুদ্ধ হৃদয়ের দ্বার’ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে ‘গহন থিয়েটার’ নামে একটি নাট্য সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
গতকাল ২৩শে নভেম্বর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘ফিরে দেখা’ ও ‘পাচার’ নামের ২টি নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে যাত্রা শুরু করল সংগঠনটি। নাটক ২টির নির্দেশনায় ছিলেন গহন থিয়েটারের পরিচালক ও সাধারণ সম্পাদক অনুপ কুমার ঘোষ। নাটক দু’টি মঞ্চায়নের পূর্বে সংগঠনের সভাপতি রেহেনা পারভীনের সভাপতিত্বে ‘সূচনা অনুষ্ঠানে’ আমন্ত্রিত অতিথিগণসহ নাট্যপ্রেমীরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ীতে দুইটি নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে যাত্রা শুরু করল ‘গহন থিয়েটার’
