Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী থানায় ৪জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা সুলতানপুর থেকে অস্ত্র-ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর গ্রাম থেকে গত ১৮ই নভেম্বর রাত ১০টার দিকে থানা একটি ওয়ান শুটার গান, দুইটি কার্তুজ ও ৯ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মহিউদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে। সে একই গ্রমের মৃত মালেক মোল্লার ছেলে।
রাজবাড়ী থানার এস.আই বদিয়ার রহমান জানান, গত ১৮ই নভেম্বর রাতে খবর আসে সুলতানপুর গ্রামে আজুর কলাবাগানের মধ্যে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে থানার ইন্সপেক্টর তদন্ত ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীরের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় কয়েকজন সন্ত্রাসী পালিয়ে গেলেও মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়। এরপর তার দেহ তল্লাশী করে একটি ওয়ান শুটার গান, দুইটি কার্তুজ ও তার হাতে থাকা ব্যাগের মধ্যে থেকে ৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে পালিয়ে যাওয়াদের নাম প্রকাশ করে।
তিনি আরো জানান, মহিউদ্দিনের বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে ও তার সহযোগিরা বিভিন্ন স্থান থেকে মাদকদব্য সংগ্রহ করে বিক্রি করে আসছিল। পেশী শক্তির প্রয়োজনে তারা অস্ত্র ব্যবহার করতো।
এ বিষয়ে রাজবাড়ী থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। মামলায় মহিউদ্দিন মোল্লা ছাড়াও পলাতক সুলতানপুর গ্রামের আমিরুল ইসলাম বুলেট মেম্বার(৩৫), কবির(৩০) ও রাকিব মোল্লা (৩২)কে আসামী করা হয়েছে।