Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সরকারী কলেজের খেলার মাঠ বেহাল দশা॥শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ!

॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী সরকারী কলেজের খেলার মাঠ বেহাল দশার কারণে খেলাধুলা করতে পারছেনা শিক্ষার্থীরা। দীর্ঘদিন যাবৎ মাঠটি নিচু থাকায় বর্ষা মৌসুমে পানি জমে এই অবস্থা সৃষ্টি হয়েছে। ফলে কলেজের শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে।
সরেজমিন দেখা যায়, কলেজের মাঠে পানি কাদা ও বড় বড় ঘাস রয়েছে। খেলা ধুলার জন্য একেবারেই অনুপযোগী।
রাজবাড়ী সরকারী কলেজের মানবিক শাখার ২বর্ষের ছাত্র কাজী আবিদ উদ্দিন কবির জানান, এই মাঠে কিভাবে আমরা খেলাধুলা করবো। মাঠে পানি কাদা ঘাস থাকে। এখানে আমরা খেলতে পাড়ি না। আমাদের কলেজের খেলার মাঠ আছে কিন্তু খেলতে পারছি না বেহাল অবস্থার কারণে।
অর্নাস দ্বিতীয় বর্ষের ছাত্র মেহেদী হাসান শুভ বলেন, আমরা মাঠে খেলতে পাড়ি না। বছরের প্রায় ছয় মাস এখানে পানি কাদা থাকে। এরপরেও যদি কেউ সেখানে খেলতে যায় তাহলে হাত পা কেটে যায় শামুকে। তাছাড়া দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে। আমদের দাবী মাঠটা যেন তাড়াতাড়ি খেলার উপযোগী করা হয়। আমরা তাড়াতাড়ি যেন মাঠে খেলাধুলা করতে পাড়ি।
রাজবাড়ী সরকারী কলেজের উপাধ্যক্ষ আহম্মদ আলী বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা করা খুবই জরুরী। আমাদের মাঠটা অনেক দিন যাবত বেহাল দশা বিরাজ করছে। বছরের প্রায় ছয় মাসই মাঠে পানি থাকে। এ কারণে রাজবাড়ী সরকারী কলেজের খেলাধুলার যে ভেনু থাকে সেটা আমরা মাঠের বেহাল দশার জন্য করতে পাড়ি না। সেটা করতে হয় আমাদের রাজবাড়ী স্টেডিয়াম মাঠে। আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে বিষয়টা জানিয়েছি।