॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ী জেলা পুলিশে ৪৭জন নতুন কনস্টেবল যোগদান করেছেন। গতকাল ১৬ই নভেম্বর বিকালে পুলিশ লাইন্সের ড্রিলশেডে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম-সেবা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদেরকে বরণ করে নেন। যোগদানকারীদের মধ্যে ৩২জন পুরুষ ও ১৫জন নারী কনস্টেবল।
নবাগত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, পুলিশ বাহিনীতে তোমরা যারা নতুন সদস্য হয়ে এখানে যোগদান করেছো তারা সবাই সৌভাগ্যবান। দেশ সেবার অনন্য সুযোগ রয়েছে পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যের। সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে বাহিনীর সুনাম রক্ষায় নিজেদেরকে নিয়োজিত করবে।
তিনি বলেন, বর্তমানে পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করছে। মাদকের সাথে যুক্ত হলে কোন পুলিশ সদস্যকে ছাড় দেওয়া হবে না। আসন্ন নির্বাচন পুলিশ বাহিনীর জন্য একটি চ্যালেঞ্জ। এ সময় তোমাদের যোগদান জেলা পুলিশকে আরো শক্তিশালী করবে। তিনি নির্বাচনের দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ইউনিফর্মের পাশাপাশি বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ রাকিব খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম, সহকারী পুলিশ সুপার(হেডকোয়াটার) লাবিব আব্দুল্লাহ, রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফী, পাংশা থানার ওসি মোঃ আহসান উল্লাহ, কালুখালী থানার ওসি মোঃ ফরহাদ হোসেন, বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা, ডিআইও ওয়ান মীর্জা আবুল কালাম আজাদ, ট্রাফিক ইন্সপেক্টর(টিআই) আবুল হোসেন, গোয়েন্দ শাখার(ডিবি) ইন্সপেক্টর মোঃ কামাল হোসেন ভুঁইয়া ও পরিদর্শক জিয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের ২য় পর্বে সন্ধ্যায় পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে করা হয়।