Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাটুরিয়ায় অজ্ঞান পার্টির খপ্পরে কালুখালী-পাংশার দুই যুবক

॥মনির হোসন॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার সূর্যদিয়া গ্রামের রওশন হোসেন ও পাংশা উপজেলার হাবাসপুরের আনিস নামের ২যুবক গত ৮ই নভেম্বর রাতে সাভার থেকে ফেরার পথে বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছে।
রওশন হোসেন জানান, তারা সাভারের হেমায়েতপুর একরাম ল্যাবলেটরীজে চাকুরী করেন। বাড়ী আসার জন্য ওই দিন সন্ধ্যায় তারা দু’জনসহ তাদের সঙ্গে আরও ২জন পাটুরিয়াগামী একটি সিটিং সার্ভিস বাসে ওঠেন। পথের মধ্যে তারা আমড়া কিনে খাওয়ার কিছুক্ষণ পরই অচেতন হয়ে পড়েন। এরপর তাদের কাছে থাকা নগদ অর্ধ-লক্ষাধিক টাকা, মোবাইল ফোন, ১০হাজার টাকা মূল্যের ১কার্টুন ওষুধসহ সব কিছু খোয়া যায়। সাড়ে ৮টার দিকে বাসটি পাটুরিয়া ঘাটের পৌঁছার পর ভারসাম্যহীন অবস্থায় তাদেরকে পুলিশের হেফাজতে দেয়া হয়। পরে পাটুরিয়া পুলিশ বক্সের পুলিশ সদস্যরা আমাদের বাড়ী ফেরার ব্যবস্থা করেন।