॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা গতকাল ১০ই নভেম্বর দুপুরে সদর উপজেলার সুলতানপুর ও মূলঘর ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
সুলতানপুর ইউনিয়নের ধর্মশী সরকারী প্রাথমিক বিদ্যালয়, রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্যামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সুলতানপুর উচ্চ বিদ্যালয় ও সুলতানপুর প্রাথমিক বিদ্যালয় এবং মূলঘর ইউনিয়নের মূলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মূলঘর উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ রাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম, সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) স্বপন কুমার মজুমদার, গোয়েন্দা শাখা (ডিবি)’র ওসি মোঃ কামাল হোসেন ভুঁইয়া, সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার ভোটকেন্দ্রগুলো পরিদর্শনকালে কেন্দ্রে যাওয়ার সড়ক-সংযোগ সড়কের অবস্থা প্রত্যক্ষ করেন এবং ভোটকেন্দ্রের পার্শ্ববর্তী বাড়ীগুলোর লোকজনের সাথে কথা বলেন।
এ সময় তিনি বলেন, কোন সন্ত্রাসী যেন আপনাদের বাড়ীতে আশ্রয় নিতে না পারে। নির্বাচন নিয়ে কেউ কোন নাশকতার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে। এছাড়াও তিনি শ্যামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজের ঠিকাদারকে ১০দিনের মধ্যে বিদ্যালয়ের মাঠ ফাঁকা করে দেয়ার নির্দেশ দেন।