॥ইউসুফ মিয়া॥ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর গ্রামে জমি-জমা নিয়ে বিরোধের জেরে গত ৬ই নভেম্বর রাতে জালাল শেখ(৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।
গুরুতর আহত অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জালাল শেখের স্ত্রী আফরোজা আক্তার শিলা বাদী হয়ে ২জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা ৭/৮জনের বিরুদ্ধে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে(মামলা নং-১৬, তাং-০৭/১১/২০১৮ইং, ধারা ঃ ৩৪১/৩০৭/৩২৫/৩২৬/৫০৬ দঃ বিঃ)।
মামলা সূত্রে প্রকাশ, জালাল শেখের পরিবারের সাথে প্রতিবেশী জব্বার শেখের(৫৫) পরিবারের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। ৬ই নভেম্বর রাত ৯টার দিকে জালাল শেখ তার নিজ বাড়ী থেকে আলাদিপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে আলাদিপুর গ্রামের জনৈক রফিকুলের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে জব্বার শেখ ও তার ছেলে জনি শেখ (২৫)সহ অজ্ঞাতনামা ৭/৮জন তাকে ঘিরে ধরে। এরপর জনি শেখ তার হাতে থাকা চাপাতি দিয়ে এবং জব্বার শেখ ধারালো দা দিয়ে এলোপাতাড়িভাবে কোপানোসহ অন্যান্যরা বাঁশের লাঠি, কাঠের বাটাম ও লোহার রড দিয়ে তাকে বেধড়ক করে। এছাড়াও তারা জালাল শেখের কাছে থাকা নগদ ৭০হাজার ৮শত টাকা কেড়ে নেয়। জালাল শেখের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা ভবিষ্যতে খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়। লোকমুখে সংবাদ পেয়ে পরিবারের লোকজন এসে জালাল শেখকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
খবর পেয়ে ৭ই নভেম্বর বিকালে রাজবাড়ী থানার এস.আই মামুন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জালাল শেখকে কোপানোর ঘটনায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ সংবাদ লেখার সময় পর্যন্ত অভিযুক্ত কোন আসামী গ্রেফতার হয়নি।
আলাদিপুরে পূর্ব বিরোধের জেরে ১ব্যক্তিকে কুপিয়ে জখম॥মামলা
