Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সেনা প্রধান সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ‘মিরপুর হল অব ফেম’-এ অভিষিক্ত

মিরপুর সেনানিবাসস্থ সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের(ডিএসসিএসসি) শেখ হাসিনা কমপ্লেক্স মিলনায়তনে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি এর ‘মিরপুর হল অব ফেম’ এ অন্তর্ভূক্তি অনুষ্ঠান(ইন্ডাকশন সেরিমনি) গতকাল ৬ই নভেম্বর অনুষ্ঠিত হয়।
ডিএসসিএসসি হতে ‘পিএসসি’ ডিগ্রী অর্জনকারী বাংলাদেশসহ বিশ্বের যে কোন সশস্ত্র বাহিনীর কর্মকর্তাগণ নিজ নিজ বাহিনীর সর্বোচ্চ পদে আসীন হওয়ার গৌরব অর্জন করলে উল্লিখিত অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে কলেজের ‘হল অব ফেম’-এ অভিষিক্ত করা হয়। জেনারেল আজিজ আহমেদ ডিএসসিএসসি’র ১৯৯৪-৯৫ সালে অনুষ্ঠিত ১৯তম আর্মি স্টাফ কোর্সের একজন সম্মানিত গ্র্যাজুয়েট।
উল্লেখ্য, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাগণের মধ্যে এ পর্যন্ত ৬জন সেনাবাহিনী প্রধান, ৪জন নৌবাহিনী প্রধান এবং ৩জন বিমান বাহিনী প্রধানকে অনুরূপ অনুষ্ঠানের মাধ্যমে ডিএসসিএসসি হল অব ফেম-এ অভিষিক্ত করা হয়েছে এবং বিদেশী ছাত্র কর্মকর্তাদের মধ্যে শ্রীলংকা সেনাবাহিনীর ২জন সেনাবাহিনী প্রধানকে (কমান্ডার) উক্ত সম্মাননা প্রদান করা হয়েছে -আইএসপিআর।