Site icon দৈনিক মাতৃকণ্ঠ

অসাম্প্রদায়িক,নারী-পুরুষ সমতাভিত্তিক সমাজের দাবীতে মহিলা পরিষদের মানববন্ধন

॥কবির হোসেন॥ অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মানবিক, নারী-পুরুষ সমতাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে শিক্ষানীতি ও পাঠ্যসূচীর দাবীতে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ৬ই ফেব্রুয়ারী বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধন চলাকালে জেলা মহিলা পরিষদের সভাপতি লাইলী নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সবিতা চন্দ, সহ-সভাপতি ডাঃ পূর্ণিমা দত্ত, এডভোকেট সুফিয়া খানম রেখা, মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, যুদ্ধকালীন কমান্ডার বাকাউল আবুল হাশেম, জেলা জাসদের(আম্বিয়া) আহবায়ক স্বপন কুমার দাস, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া, আরডিএ’র সভাপতি মেজবাহ উল করিম রিন্টু প্রমুখ।
সঞ্চালনা করেন জেলা মহিলা পরিষদের প্রশিক্ষণ সম্পাদক ফারহানা মিনি। বক্তাগণ উল্লেখিত দাবীর পাশাপাশি বাল্য বিবাহ আইনের ‘বিশেষ ধারা’ যাতে ক্ষেত্রবিশেষে ১৮বছরের পরিবর্তে ১৬বছরে বিবাহ দেওয়ার বিধান রয়েছে তা বাতিলের দাবী জানান।
মহিলা পরিষদের মানববন্ধন চলাকালে একই সঙ্গে ‘মুক্তিযোদ্ধা ও জনতা’র ব্যানারে রাজবাড়ী সদর হাসপাতালের ডাক্তার ও জনবলের সঙ্কট নিরসনের দাবীতে আরেকটি মানববন্ধন পালন করা হয়।