॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা গতকাল ৩০শে অক্টোবর বিকাল সাড়ে ৪টায় জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি জেলা ও দায়রা জজ মোঃ আমিনুল হকের সভাপতিত্বে সভায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ মোঃ শফিকুল আজম মামুন, সাবেক সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরী, পিপি এডঃ মোঃ উজির আলী শেখ এবং জজশীপ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসীর বিচারকগণসহ কমিটির সদস্যগণ সভায় অংশগ্রহণ করেন। সভা সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ ইশরাত জাহান।
সভায় তৃণমূল পর্যায়ের অসহায় দুঃস্থ মানুষকে আইনী সহায়তা প্রদানের জন্য লিগ্যাল এইড কার্যক্রমকে আরো বেশী কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
