রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
গতকাল ৫ই ফেব্রুয়ারী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সামছুল সালেহীন অপু ও সাধারণ সম্পাদক শেখ মোঃ রুহুল আমিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিজানপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়েই বিবাহিত ও সরকারী চাকুরীজীবী হওয়ায় এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সদর উপজেলা ছাত্রলীগের এক জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক মিজানপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
নতুন কমিটি গঠনের জন্য প্রার্থীদের আগামী ১৫ই ফেব্রুয়ারীর মধ্যে জীবন বৃত্তান্ত ও ছাত্রত্বের প্রত্যয়নপত্র উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বরাবর জমা দেওয়ার জন্য বলা হয়েছে -প্রেস বিজ্ঞপ্তি।
মিজানপুর ইউপি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
