Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জয়েন উদ্দিন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় পবিত্র হজ্ব বিষয়ক আলোচনা ও দোয়া মাহফিল

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের বিনোদপুরে জয়েন উদ্দিন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় গতকাল ২৬শে অক্টোবর রাতে পবিত্র হজ্ব বিষয়ক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক বক্তব্য দেন।
অন্যান্যের মধ্যে জেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোফাজ্জেল হোসাইন আব্বাসী, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী রন্টু, মাঝবাড়ী জাহানারা বেগম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম আলমগীর মিয়া, মীর মশাররফ হোসেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ রাজ্জাকুল আলম, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল খালেক, জয়েন উদ্দিন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সহ-সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা পরিচালনা করেন অংকুর কলেজ শাখার তত্ত্বাবধায়ক মোঃ রফিকুল ইসলাম এবং দোয়া মাহফিল পরিচালনা করেন জয়েন উদ্দিন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক হাফেজ মোঃ জহির উদ্দিন।