Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে রাজবাড়ী জেলা স্কুল বিজয়ী

॥স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ টেলিভিশনের অডিটোরিয়ামে ১৫তম জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে অংশ নিয়ে জামালপুর জেলা স্কুলকে পরাজিত করে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়েছে।
রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন জানান, জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতার প্রযোজক ইলস সফিরের প্রযোজনায় ও রুবাইয়াত রাকিরের নির্দেশনা গতকাল ৪ঠা ফেব্র“য়ারী বেলা ১১টায় এ বির্তক প্রতিযোগিতা শুরু হয়।
বির্তকের বিষয় ছিল ‘দেশের উন্নয়নে চাকুরীজীবী শ্রেণীর চেয়ে ব্যবসায়ী শ্রেণীর ভূমিকাই অধিক’। এর পক্ষে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় যুক্তি তর্ক উপস্থাপন করে জামালপুর জিলা স্কুলকে পরাজিত করে।
রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের দলে আমিমুল এহসান শান্ত, আফরাজুর রহমান রাহাত ও আবির হাসান(দল নেতা) অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতায় রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের দলনেতা আবির হাসান শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়।