Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রামচন্দ্রপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

॥কবির হোসেন॥ রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বৈশাখী ক্লাবের আয়োজনে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ গতকাল ৩রা ফেব্রুয়ারী বিকেলে ক্লাবের মাঠে অনুষ্ঠিত হয়।
বৈশাখী ক্লাব ও ভবানীপুরের শান্তনু স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে ৫-৩ গোলে শান্তনু স্পোর্টিং ক্লাব জয়লাভ করে। বিপুল সংখ্যক মানুষ খেলাটি উপভোগ করেন।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী। বৈশাখী ক্লাবের সভাপতি জব্বার মৃধার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী সদর থানার ওসি মোঃ আবুল বাশার মিয়া, জেলা পরিষদের সদস্য রাশেদুল হক অমি এবং দাদশী ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান লুৎফর রহমান বাচ্চু। এ সময় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম এডঃ আব্দুল ওয়াজেদ চৌধুরীর মেয়ে সালমা চৌধুরী রুমা এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলীর ভাই লাবু চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির পরিচালক মোঃ নুরুন্নবী।
প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী মাদকের ভয়াবহতা উল্লেখ করে বলেন, খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে যুবসমাজ মাদক থেকে দূরে থাকতে পারে। বর্তমান সরকার প্রতিটি জেলা, উপজেলা, ওয়ার্ড পর্যায়ে খেলাধুলার জন্য যা কিছু দরকার তা দিতে বদ্ধপরিকর। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। তিনি রামচন্দ্রপুর ক্লাবের মাঠের উন্নয়নে স্থানীয় সরকারের মাধ্যমে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন এবং এখান থেকেই একদিন জেলা পর্যায়ের ও জাতীয় পর্যায়ের খেলোয়াড়রা বের হয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মাদক বিরোধী এই ফুটবল টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করে।