॥স্টাফ রিপোর্টার॥ নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্স এর দুর্ঘটনায় নিহত ও আহত আটটি পরিবারকে গতকাল ১৭ই অক্টোবর মহাখালীস্থ রাওয়া ক্লাবে ‘‘সেনাকল্যাণ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড’’-এর পক্ষ থেকে সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসান বীমা দাবীর চেক প্রদান করেন।
৬টি নিহত পরিবারের প্রত্যেক পরিবারকে ৫১হাজার ২৫০ ইউএস ডলার করে ৩ লাখ ৭হাজার ৫০০ ইউএস ডলার ও দুইটি আহত পরিবারকে ৪২হাজার ইউএস ডলার মোট ৩ লাখ ৪৯হাজার ৫০০ ইউএস ডলারের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ৬ই আগস্ট ৮টি পরিবারের মাঝে ক্ষতিপূরণের ৫১হাজার ২৫০ ইউএস ডলার করে মোট ৪ লাখ ১০ হাজার ইউএস ডলারের সমপরিমাণ অর্থ দেয়া হয়। অবশিষ্ট ৯টি পরিবারের মাঝে আদালতের নির্দেশনা পাওয়ার পর ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হবে। খবর আইএসপিআর।
দুর্ঘটনায় ইউএস বাংলা’র বিমানটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে বিধায় সার্ভেয়ার কোম্পানীর রিপোর্ট অনুযায়ী বিমানটির মোট ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৭ মিলিয়ন ইউএস ডলার যা ইতোমধ্যে ইউএস বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষকে প্রদান করা হয়েছে । দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের পরিবারবর্গকে বীমার অর্থ প্রদান করাই ছিল সেনা কল্যাণ ইন্সুরেন্সের প্রধান লক্ষ্য । এ ক্ষেত্রে প্রচলিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়মকানুন অনুযায়ী ওহঃবৎহধঃরড়হধষ আরধঃরড়হ ঞৎবধঃরবং, ঈড়হাবহঃরড়হ, বাংলাদেশ ও নেপালের সংশ্লিষ্ট ঈধংব খধংি ইত্যাদি বিবেচনা করে আন্তর্জাতিক সার্ভে প্রতিষ্ঠানের সুপারিশ অনুযায়ী প্রত্যেক নিহত যাত্রীদের জন্য একটি ক্ষতিপূরণ অর্থ প্রদান করা হয় ।