Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মধুখালীর শ্রীপুরে দুর্গাপূজায় ব্যতিক্রমধর্মী নানা আয়োজন

॥মাহবুব হোসেন পিয়াল॥ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার শ্রীপুর গ্রামের কর্মকারপাড়ার দুর্গাপূজা মন্ডপে ব্যতিক্রমধর্মী নানা আয়োজন করেছে উদ্যোক্তারা।
গতকাল ১৭ই অক্টোবর পূজার মহাঅষ্টমীতে ছিল দুস্থভোজের ব্যবস্থা। আজ মহানবমীতে থাকছে ঢাকার খ্যাতনামা চিকিৎসকের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও এলাকার রতœগর্ভা মায়েদের(সু-মাতা) সম্মাননা। আগামীকাল বিজয়া দশমীতে থাকছে সিঁদুর খেলার সাথে সাথে প্রতিমা স্লান ও প্রসাদ বিতরণের ব্যবস্থা।
আয়োজক কমিটির সভাপতি নীলকমল কর্মকার বলেন, আমাদের সকল উৎসবেই ব্যতিক্রমী আয়োজন থাকায় এখানে ভক্ত ও দর্শনার্থীদের আগমন বেশী হয়ে থাকে। সাধারণ সম্পাদক অসীম কর্মকার বলেন, এবার আরও ভালো কিছু করার ইচ্ছা নিয়ে ঢাকার সরকারী ইউনানী ও আযুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষক ডাঃ জ্যোতিষ চন্দ্র মন্ডলকে এনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এছাড়া সুসন্তান জন্মদান ও লালনকারী মায়েদেরকে রতœগর্ভা মা হিসেবে সম্মাননা প্রদানের আয়োজন করা হয়েছে। মহানবমীর অতিরিক্ত আয়োজনের স্পনসর করেছে ফরিদপুর স্বর্ণকারপট্টির সুচিত্রা জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী দেব কর্মকার।