॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে গত ১লা ফেব্রুয়ারী সকালে যোগদান করেছেন বিসিএস ব্যাচের ২৪তম কর্মকর্তা রেবেকা খান।
রাজবাড়ীতে যোগদানের পূর্বে তিনি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
যশোর জেলার স্থায়ী বাসিন্দা রেবেকা খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম(অনার্স), ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট বিষয়ে মাস্টার্স এবং ইংল্যান্ডের কনভেন্ট্রি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন কালীন সময়ে উপজেলার সার্বিক উন্নয়নসহ তার উপর অর্পিত সকল দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে সফলভাবে পালন করে প্রশংসিত হন। রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনে তিনি সহযোগিতা কামনা করেছেন।
রাজবাড়ীর নতুন অতিরিক্ত জেলা প্রশাসক রেবেকা খানের যোগদান
