গত ১লা ফেব্রুয়ারী রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ফরিদুল ইসলাম ফরিদকে আহবায়ক এবং রফিকুল ইসলাম সালু, শেখ মোঃ আব্দুল হালিম ও শরিফুল ইসলাম শফিকে যুগ্ম-আহবায়ক করে ১৭সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ এবং সাধারণ সম্পাদক আনিসুর রহমান কমিটির অনুমোদন দিয়েছেন। কমিটিকে আগামী ৩মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে -প্রেস বিজ্ঞপ্তি।
গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি গঠন
