॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ১৪ই অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলাধীন কামারখালী টোলপ্লাজা থেকে ৭০৬ বোতল ফেনসিডিলসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত হলো ঃ যশোর জেলার মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের লুৎফর রহমানের পুত্র বিল্লাল হোসেন(৩৯) এবং একই উপজেলার জলকারইতা গ্রামের সোবহান হোসেনের ছেলে সোহরাব হোসেন (২১)। তারা মাছ ভর্তি একটি ট্রাকে ফেনসিডিলগুলো পাচার করছিল। এ সময় ট্রাকটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধুখালী থানায় হস্তান্তরপূর্বক র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ যশোর ও সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীতে সংগ্রহ করতো। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল কামারখালী টোলপ্লাজায় চেকপোস্ট বসিয়ে ফেনসিডিলসহ তাদেরকে গ্রেফতার করে।
র্যাবের অভিযানে মাছের ট্রাক থেকে ৭০৬ বোতল ফেন্সিডিলসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
