॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১০ই অক্টোবর সকালে উপজেলা পরিষদের হলরুমে বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের বিজয় ফুল তৈরী, গল্প ও কবিতা রচনা, কবিতা আবৃত্তি, একক অভিনয়, চলচিত্র নির্মাণ, দেশাত্মবোধক গান এবং জাতীয় সংগীত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান শুরু হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা। এ সময় একাডেমিক সুপারভাইজার মোঃ মিয়াদ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবস উপলক্ষে বালিয়াকান্দিতে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান
