॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা শহরের ঐতিহ্যবাহী এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠে গতকাল ১০ই অক্টোবর দুপুরে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সভাপতি ও পাংশা পৌরসভার সাবেক মেয়র মোঃ ওয়াজেদ আলী মাস্টার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম শরিফুল মোরশেদ রনজু ও যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিটন, বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সদস্য অশোক পাল, আহম্মদ আলী মালু, নূর মোহাম্মদ শেখ, শহিদুল হক শাহিন ও জান্নাতুল ফেরদৌসসহ বিদ্যাপীঠের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় শিক্ষার মানোন্নয়ন, আসন্ন জেএসসি ও এসএসসি নির্বাচনী পরীক্ষা এবং ২০১৯ সালের ভর্তি পরীক্ষা, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পাংশায় এয়াকুব আলী বিদ্যাপীঠে শিক্ষার মনোন্নয়নে মতবিনিময় সভা
