Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে রাজবাড়ীতে র‌্যালী-সভা অনুষ্ঠিত

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে ‘থাকলে কন্যা সুরক্ষিত, দেশ হবে আলোকিত’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গতকাল ৯ই অক্টোবর সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসক মোঃ শওকত আলীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী কালেক্টরেটের আম্রকানন চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে পথসভায় মিলিত হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে পথসভায় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌস প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধিগণ, বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, দেশের সার্বিক উন্নয়নকে এগিয়ে নিতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের লক্ষ্যে পুরুষের পাশাপাশি নারীদেরও সব কাজে সমঅধিকার প্রদান করেছেন। পূর্বে মানুষের একটি ধারণা ছিল নারীদের থেকে পুরুষ সন্তানরাই পরিবার তথা সমাজের উন্নয়নে বেশি ভূমিকা রাখে। কিন্তু বর্তমানে আমরা সেই ধারণা থেকে বের হয়ে আসতে সক্ষম হয়েছি। সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করলে দেখা যায় নারীরাই পুরুষের চেয়ে মা-বাবাকে বেশী যতেœ রাখে। আজ দেশের সার্বিক উন্নয়নের সর্বক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরাও সমান ভূমিকা রাখছে। যার কারণে দেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে আমাদের মহান জাতীয় সংসদে ইলেকটেড নারী সংসদ সদস্যদের সদস্য পদ দিয়েছেন। নারী হোক পুরুষ হোক দেশের উন্নয়নে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে।
এছাড়াও তিনি তার বক্তব্যে নারী নির্যাতন, বাল্য বিবাহ, কোটা সংস্কার, মাদক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে দূরে রাখা, বাংলাদেশের অর্থনীতিতে মহিলাদের অবদানসহ নারীদের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।