Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে রাজবাড়ীতে মানববন্ধন পালিত

॥স্টাফ রিপোর্টার॥ বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ‘বাল্যবিবাহ রুখতে হলে আওয়াজ তোল দলে দলে’ শ্লোগানকে সামনে রেখে গতকাল ৯ই অক্টোবর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী কালেক্টরেটের আম্রকানন চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলা প্রশাসক মোঃ শওকত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌস, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধিগণ, বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।