॥রঘুনন্দন সিকদার॥ জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল ৯ই অক্টোবর সকাল সাড়ে ১০টায় ‘থাকলে কন্যা সুরক্ষিত, দেশ হবে আলোকিত’ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলা পরিষদের সামনে থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার নেতৃত্বে র্যালীতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিদা খানম ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদারসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের রেজিস্ট্রার্ড বিভিন্ন মহিলা সমিতির সদস্য ও প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন।
জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে বালিয়াকান্দিতে র্যালী অনুষ্ঠিত
