॥তনু সিকদার সবুজ॥ ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসন কর্তৃক শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজিত ৩দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা সমাপ্ত হয়েছে।
গতকাল ৬ই অক্টোবর সন্ধ্যায় মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম বিশ্বাস, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা পর্বের শেষে মেলার বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন সাংবাদিক মোহাম্মদ সোহেল মিয়া।
এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীগণসহ মেলার দর্শকরা উপস্থিত ছিলেন। এরপর স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজী প্রদর্শন করা হয়।
বালিয়াকান্দিতে উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
