Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দাদশী’র স্কুল ছাত্র আরিফ হত্যা মামলার আসামী আলেক গ্রেপ্তার

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী থানা পুলিশ গত ২৯শে জানুয়ারী রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার দাদশী ইউনিয়নের কামালপুর গ্রামের স্কুল ছাত্র আরিফ হত্যা মামলার পলাতক আসামী আলেক আলী সরদার (৪৫)কে গ্রেফতার করেছে ।
জানাগেছে, রাজবাড়ী থানার এএসআই শাহীন আলম সঙ্গীয় ফোর্সসহ কামালপুর গ্রামের নিজ বাড়ী থেকে আলেক আলী সরদারকে গ্রেফতার করে গত ৩০শে জানুয়ারী দুপুরে তাকে আদালতে সোপর্দের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। গ্রেফতারকৃত আলেক আলী সরদার কামালপুর গ্রামের ইসমাইল সরদারের ছেলে।
উল্লেখ্য, তরমুজ চুরির অভিযোগে ২০০৩ সালের ৫ই মে রাতে কামালপুর গ্রামের হাকিম উদ্দিন মোল্লা ওরফে আকি ড্রাইভারের ছেলে এসএসসি পরীক্ষার্থী আরিফ মোল্লা (১৮)কে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় আকি ড্রাইভার বাদী হয়ে একই গ্রামের ইসমাইল সরদারের ছেলে সালাম সরদার, রজব সরদার ও আলেক সরদারকে আসামী করে রাজবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে আসামীরা হাইকোর্ট থেকে জামিন গ্রহণ করে। এরপর আলেক সরদার গোপনে সৌদি আরবে চলে যায়। পুলিশ আলেক সরদারের নাম বাদ দিয়ে আদালতে চার্জশীট দাখিল করে। তবে বাদী নারাজীর আবেদন করলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে। দীর্ঘ ১৩ বছর পর ২মাস পূর্বে আলেক সরদার সৌদি থেকে ফিরে এসে স্বাভাবিক মানুষের মতো চলাফেরা শুরু করে। বিষয়টি আকি ড্রাইভার জানতে পেরে পুলিশকে অবহিত করলে তাকে গ্রেফতার করে।