Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

॥শিহাবুর রহমান॥ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাজবাড়ী সদর উপজেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১লা ফেব্র“য়ারী দুপুরে শহরের সজ্জনকান্দা সেগুন বাগিচাস্থ সমিতির নিজস্ব কার্যালয় প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার ও বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট এম.এ খালেক বক্তব্য দেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি মানিক বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রশিদ, উপজেলা রিসোর্চ সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ ফিরোজ মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার বিউটি, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ অহিদুজ্জামান, জেলা যুব মহিলালীগের সভাপতি মীর মাহফুজা খাতুন মলি, সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জাহাঙ্গীর হোসেন সাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় উপস্থাপনা করেন সমিতির সহ-সভাপতি শাহজাহান ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম।