॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গতকাল সোমবার সকালে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচী তৃণমূল পর্যায়ে বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম নজরুলের সভাপতিত্বে কর্মশালায় কাবিখা, টিআর, ভিজিএফ, জিআর ও অতিদরিদ্রদের জন্য কর্মসূচি প্রভৃতি বাস্তবায়নে সরকারী নিয়ম নীতি ও নির্দেশনার তথ্যভিত্তিক আলোচনা করেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রোগ্রাম স্পেশালিষ্ট ড. সৈয়দা খালেদা।
কর্মশালায় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন, সরিষা ইউপি চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, হাবাসপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম মন্ডল ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মশালায় ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচী বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত
