Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে নদী ভাঙ্গন পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক

॥মনির হোসেন॥ রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী গতকাল ২৩শে সেপ্টেম্বর বিকালে কালুখালী উপজেলার রতনদিয়া ও কালিকাপুর ইউনিয়নে পদ্মা নদীর ভাঙ্গন পরিদর্শন ও দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
এ সময় কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ও আরিফুজ্জামান, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অঃ দাঃ) নাছরিন সুলতানা, ইউপি সদস্য লতিফ মোল্লা, জাহিদ, কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।
নদী ভাঙ্গন পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে জেলা প্রশাসক মোঃ শওকত আলী দুর্গতদের উদ্দেশ্যে বলেন, নদী শাসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। আমি ইতিমধ্যে ভাঙ্গন রোধের জন্য পানি উন্নয়ন বোর্ডে আবেদন করেছি। আশা করি আগামী শুষ্ক মৌসুমে কাজ শুরু হবে। এছাড়াও তিনি নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণের পাশাপাশি ঘর নির্মাণের জন্য টিন দেওয়ার প্রতিশ্রুতি দেন।