Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী শহরের ঐতিহ্যবাহী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল ২৯শে জানুয়ারী সকালে মশাল জ্বালিয়ে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন রাজবাড়ী সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী। এরআগে জাতীয় সংঙ্গীতের তালে তালে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী ও বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা খানম। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সিরাজুল ইসলাম, ৪নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর শেখ আলমগীর হোসেন তিতু প্রমুখ উপস্থিত ছিলেন।