Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দৌলতদিয়া শাহ পরান ফেরীর সাইলেন্সার পাইপে অগ্নিকান্ড

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ দৌলতদিয়া ফেরী ঘাটে গতকাল ১২ই সেপ্টেম্বর সকাল ১০টার দিকে শাহ পরান নামের একটি ফেরীর সাইলেন্সার পাইপে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও ফেরীর যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরীটি ঘাট ছাড়ার মুহূর্তে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এ সময় কালো ধোঁয়ার কুন্ডলী চারদিকে ছড়িয়ে পড়ে। আতংকে যাত্রীরা ছোটাছুটি করতে থাকে। এ অবস্থায় ফেরী থেকে যাত্রী ও যানবাহনগুলো নামিয়ে দেয়া হয়। ফেরীর কর্মীরা পাইপের সাহায্যে পানি ছিটিয়ে আগুন নেভায়।
শাহ পরার ফেরীর মাস্টার নুরুল করিম জানান, এ অগ্নিকান্ডের ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। দীর্ঘদিন ধরে ফেরীর সাইলেন্সার পাইপে কার্বন জমে থাকায় হঠাৎ করে ওই কার্বনে আগুন ধরে যায়। পরে তা কুন্ডলী আকারে বের হয়। বর্ষার এই সময় নদীতে প্রচন্ড ¯্রােত থাকায় ফেরীর ইঞ্জিনের গতি অনেক বাড়িয়ে চলতে হয়। এতে করে সাইলেন্সারের উপর প্রচন্ড চাপ পড়ে এ সমস্যার সৃষ্টি হয়। তবে এতে আতংকিত হওয়ার কোন কারণ নেই।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক(বাণিজ্য) মোঃ শফিকুল ইসলাম বলেন, প্রতিটি ফেরীতে অগ্নি নির্বাপনের ব্যবস্থা রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার প্রায় এক ঘন্টা পর ফেরীটির চলাচল স্বাভাবিক হয়।