॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
গতকাল ২৯শে জানুয়ারী দুপুরে উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদারের নেতৃত্বে সাংবাদিকগণ উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম রকিব হায়দারের কাছে এই স্মারকলিপি প্রদান করেন। এ ছাড়াও স্মারকলিপির অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার, এনএসআইয়ের উপ-পরিচালক, ডিজিএফআইয়ের ফিল্ড অফিসারসহ বিভিন্ন দপ্তরে প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, গত ২৩শে জানুয়ারী সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালনের সময় রাইজিং বিডি’র জেলা প্রতিনিধি ও দৈনিক আলোকিত বাংলাদেশ এর বালিয়াকান্দি উপজেলা সংবাদদাতা মোঃ সোহেল মিয়া, ফেয়ার নিউজ ২৪.কম এর প্রতিনিধি মোঃ জাকির হোসেন, দৈনিক বাঙ্গালীর খবরের উপজেলা প্রতিনিধি সবুজ সিকদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল ও কোষাধ্যক্ষ গোলাম মোর্তবা রিজুর ওপর হামলাকারী দৈনিক নয়াদিগন্ত এবং রাজবাড়ী কন্ঠের সাংবাদিক সোহেল রানা, ইলিশকোল গ্রামের বুলু ও নুর আলমসহ অন্যান্যদের গ্রেফতারের দাবী জানানো হয়।
ওই ঘটনায় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল বাদী হয়ে গত ২৩শে জানুয়ারী রাতে বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেছে।