॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামে গত ২৭শে জানুয়ারী রাত সাড়ে ৯টার সময় বাল্য বিবাহের প্রস্তুতিকালে ভ্রাম্যমান আদালত বর তৌহিদুল ইসলাম(২৭) ও কাজী মোঃ ইসাক মোল্যাকে ২০দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ.এম রকিব হায়দারের ভ্রাম্যমান আদালত।
জানাগেছে, ডাঙ্গাহাতিমোহন গ্রামের মোরাদ কাজীর অষ্টম শ্রেণীর পড়–য়া কন্যার সাথে একই ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের মৃত কাজী নজরুল ইসলামের পুত্র তৌহিদুল ইসলামের সাথে বিয়ের দিনক্ষণ ঠিক হয়। সেই মোতাবেক বিয়ের প্রস্তুতি চলাকালে গোপন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ.এম রকিব হায়দার কনের বাড়ীতে গিয়ে উপস্থিত হলে কনে পক্ষের লোকজন পালিয়ে যায়। পরে বাল্য বিবাহ নিরোধ আইনে বর ও কাজী উভয়কে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
বালিয়াকান্দিতে বাল্য বিবাহের চেষ্টা॥বর ও কাজীর কারাদন্ড
