Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বসন্তপুরের কোলায় ডাকাতিতে জড়িত বিল্লাল গ্রেপ্তার॥আদালতে স্বীকারোক্তি

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলা গ্রামের হাফেজ মহম্মদ উল্লাহর বাড়ীতে ডাকাতির ঘটনার ৬মাস পর ডাকাত দলের সদস্য বিল্লাল সেখ ওরফে বিড়াল (৪০)কে গত ২৬শে জানুয়ারী রাতে রাজবাড়ী থানার পুলিশ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চাতৈর গ্রাম থেকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত বিল্লাল হোসেন ফরিদপুর জেলার বোয়ালমারী থানার চাতৈর গ্রামের খালেকের ছেলে। গতকাল ২৭শে জানুয়ারী সে ওই ডাকাতির ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম জানান, তার নির্দেশে সদর থানার এস.আই খান বিল্লাল হোসেনের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে জেলার বোয়ালমারী উপজেলার চাতৈর গ্রাম থেকে ডাকাত বিল্লাল হোসেনকে ডাকাতির একটি মোবাইল ফোনসহ গ্রেফতার করে।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সে ডাকাতির ঘটনার বিস্তারিত বর্ণনা করে। জিজ্ঞাসাবাদে সে জানায়, ঘটনার সাথে ডাকাত সদস্য ঈসা, বিল্লাল, আলাল ও রুবেলসহ আরো ১০/১২ জন ছিল। তারা সকলে মিলে হাফেজ মহম্মদ উল্লাহর বাড়ীর পরিবারের সদস্যদেরকে কুপিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। পরে তারা টাকা ও লুন্ঠিত মালামাল ভাগ করে নেয়।
এস.আই খান বেল্লাল হোসেন জানান, গতকাল ২৭শে জানুয়ারী গ্রেফতারকৃত বিল্লাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। জবানবন্দী প্রদান শেষে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠায়।
উল্লেখ্য, গত বছরের ৬ই জুন রাতে একদল ডাকাত কোলা গ্রামের হাফেজ মহম্মদ উল্লাহর বাড়ীতে ডাকাতি করে। অজ্ঞাত ডাকাতেরা ওই বাড়ী থেকে নগদ ৮০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুট করে চলে যায়। এ ঘটনায় হাফেজ মহম্মদ উল্লাহর ছেলে হাবিবুল্লাহ বাদী হয়ে গত ৭জুন রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করে।