Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ড্রাইচ ফ্যাক্টরীতে প্রবাসীর বাড়ি থেকে দুটি মোটর সাইকেল চুরি

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের ভবানীপুর ড্রাইচ ফ্যাক্টরী কলেজ সড়কের সৌদি আরব প্রবাসীর ‘রওশন মঞ্জিল’ নামক বাড়ি থেকে গত ২৬শে জানুয়ারী দিনগত মধ্যরাতের কোন এক সময় দুর্বৃত্তরা বাড়ির গ্যারেজের তালা ভেঙ্গে দুটি মোটর সাইকেল চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা।
ওই পরিবারের সদস্য কানন হোসেন সাংবাদিকদের জানান, গত বৃহস্পতিবার দিনগত রাতে বাড়ির গ্যারেজে তাদের নিজস্ব একটি ও স্থানীয় ডাচ্ বাংলা ব্যাংকের ডেপুটি ম্যানেজার ফেরদৌসুর রহমানের একটি টিভিএস ১০০ সিসি মোটর সাইকেল রেখে তালাবদ্ধ করে রাখেন। গতকাল শুক্রবার সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পান মোটর সাইকেল দুটি নেই। এ সময় তারা দেখেন বাড়ির পিছনের পকেট গেটের তালা ও প্রধান গেটের পকেট গেটের তালা ভাঙ্গা রয়েছে। ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুর্বৃত্তরা পিছনের গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গ্যারেজের হ্যাজবোল্ড ভেঙ্গে ফেলে। পরে তারা মোটর সাইকেল দুটির তালা ভেঙ্গে বাড়ির প্রধান গেটের পকেট গেট দিয়ে বের করে নেয়।
রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ আবুল বাশার মিয়া বলেন, শহরের ড্রাইচ ফ্যাক্টরী এলাকার সৌদি প্রবাসী রওশন আলী মিয়ার বাড়িতে দুটি মোটর সাইকেল চুরির খবর পেয়ে নিজে ঘটনাস্থল পরিদর্শন করি। তাদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ওই বাড়ীর পার্শ্ববর্তী একটি বাড়ীতে আগের রাতে চুরির চেষ্টা হয়। কিন্তু বাড়ীর লোকজন টের পেলে চোরেরা পালিয়ে যায়।