Site icon দৈনিক মাতৃকণ্ঠ

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সকে সামনে রেখে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ২৯শে আগস্ট গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট এবং রাজবাড়ী জেলার গোয়ালন্দসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কমিউনিটি ভিশন সেন্টারের কার্যক্রম উদ্বোধন করবেন। এ উপলক্ষে গতকাল ২৭শে আগস্ট দুপুরে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে তার অফিসকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা এবং সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্সসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।