॥স্টাফ রিপোর্টার॥ ফরিদপুর শহরের আলীপুর গোরস্থান জামে মসজিদ থেকে গতকাল ২৬শে আগস্ট সকালে ২টি ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ কামাল আহম্মেদ(৪০) নামের এক প্রতারককে র্যাব গ্রেফতার করেছে। সে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার লক্ষ্মণসোম গ্রামের মৃত হাজী আসিদ আলীর ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, প্রতারক কামাল আহম্মেদ নিজেকে লন্ডন প্রবাসী নওমুসলিম হিসেবে দাবী করে আলীপুর গোরস্থান জামে মসজিদে বিগত কিছুদিন যাবৎ অবস্থান করে মসজিদে আসা কয়েকজন মুসল্লীকে লন্ডনে নিয়ে যাওয়ার প্রলোভন দেখায়। তার আচার-আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় লোকজন বিষয়টি র্যাব ক্যাম্পকে জানায়। খবর পেয়ে আলীপুর গোরস্থান জামে মসজিদে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে ২টি ভুয়া জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। তাকে ফরিদপুরের কোতয়ালী থানায় হস্তান্তর করাসহ র্যাব বাদী হয়ে ২০১০ সালের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইনে একটি মামলা দায়ের করেছে।