Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দ মোড় বাজারে ওয়ালটন শোরুমে চুরি

॥মাহফুজুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড় বাজারে গত ২৫শে আগস্ট রাতে মেসার্স আরাফ ট্রেডার্স নামের ওয়ালটনের শোরুমে চুরির ঘটনা ঘটেছে।
চোরেরা ওই শোরুমের টিনের চাল কেটে ভিতরে ঢুকে ক্যাশের ড্রয়ার ভেঙ্গে নগদ ৩লক্ষাধিক টাকা ও ১টি ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে।
মেসার্স আরাফ ট্রেডার্সের মালিক আঃ রব শেখ বলেন, আমার শোরুমে সিসি ক্যামেরা রয়েছে। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে আমি শোরুমটি বন্ধ করে চলে যাই। গতকাল রবিবার সকালে আমার ভাতিজা সালমান শোরুমটি খুলে আমার বসার চেয়ার-টেবিল এলোমেলো দেখতে পেয়ে আমাকে ফোন করে। আমি এসে দেখি চোরেরা টিনের চাল কেটে ভিতরে ঢুকে সিসি ক্যামেরাগুলো ঘুরিয়ে রেখে ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ টাকা ও ল্যাপটপ নিয়ে গেছে। এ ঘটনায় খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করা হয়েছে।
অপরদিকে গত ২১শে আগস্ট কোরবানীর ঈদের আগের দিন সকালে গোয়ালন্দ মোড়ের আর.এস প্লাজা মার্কেটের একটি দোকান থেকে অভিনব কায়দায় নগদ ২ লক্ষাধিক টাকা ও ১০টি মোবাইল ফোন চুরি হয়।
ওই দোকানের মালিক মোঃ নুরুজ্জামান বলেন, তার দোকানে বিকাশ, ডাচ বাংলাসহ বিভিন্ন কোম্পানীর টাকা লেনদেন এবং মোবাইল ফোনে রিচার্জ করা হয়। তিনি দোকানে এসে ১টি শাটার খুলে অপরপাশে যাওয়ার কিছুক্ষণের মধ্যে টাকা ও মোবাইল রাখা ব্যাগটি চুরি হয়ে যায়। এ ঘটনায় রাজবাড়ী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।