॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের কাঁচরন্দ গ্রাম থেকে গত ১৯শে আগস্ট রাতে সাড়ে ১১টার দিকে একটি দেশীয় তৈরী শুটার গান ও ২টি কার্তুজসহ সন্ত্রাসী হালিম মোল্লা (২৯)কে সদর থানা পুলিশ গ্রেফতার করেছে। সে ওই গ্রামের সামছুদ্দিন ওরফে সামু লেংড়ার ছেলে। তবে তার পূর্বের বাড়ী গোয়ালন্দ উপজেলার চর দেলুন্দি গ্রামে।
রাজবাড়ী থানার এস.আই বদিয়ার রহমান জানান, গ্রেফতারকৃত হালিম মোল্লা অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে গোয়ালন্দ থানায় একটি হত্যা মামলা রয়েছে। গত ১৯শে আগস্ট রাতে সাড়ে ১১টার দিকে কাচরন্দ গ্রামে সে তার নিজ বসতবাড়ীতে কতিপয় ব্যক্তিদের সাথে অবৈধ অস্ত্রসহ গোপন বৈঠক করছিল। এমন তথ্যের ভিত্তিতে ওই বাড়ীতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করাসহ। এরপর তার দেহ তল্লাশী করে একটি দেশীয় শুটারগান ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতারের পর সে জানায় ঈদুল আজহা উপলক্ষে গরুর বেপারীসহ বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায় করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল।
এ বিষয়ে রাজবাড়ী থানায় গতকাল ২০শে আগস্ট অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং একই দিন আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত হালিম মোল্লাকে কারাগারে পাঠানো হয়।