॥তনু সিকদার সবুজ॥ অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র বাস্তবায়নে ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর ও আড়াবাড়ীয়া গ্রামের ২টি রাস্তায় ইটের ফ্ল্যাট সলিং এবং আড়াবাড়ীয়া ঈদগাঁহ্র সীমানা প্রাচীর নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
গতকাল ২০শে আগস্ট সকালে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা প্রধান অতিথি হিসেবে এসব নির্মাণ কাজ উদ্বোধন করেন। ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন খানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র চেয়ারম্যান আঃ মালেক খান এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ খান বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গোবিন্দপুর ও আড়াবাড়ীয়া গ্রামের রাস্তা ২টির ইটের ফ্ল্যাট সলিং এবং আড়াবাড়ীয়া ঈদগাঁহ্র সীমানা প্রাচীর নির্মাণ বাবদ ১লক্ষ টাকা করে মোট ৩লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে। প্রতিটি কাজের ১ লক্ষ টাকার মধ্যে বিআরডিবি ৭০ হাজার, ইউনিয়ন পরিষদ ১০ হাজার ও এলাকাবাসী ২০ হাজার টাকা করে দিচ্ছে।
এছাড়াও বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা প্রধান অতিথি হিসেবে হুলাইল জেএ প্রাথমিক বিদ্যালয়ের আসবাবপত্র সরবরাহের উদ্বোধন করেন।
ইসলামপুর ইউপিতে ইটের ফ্ল্যাট সলিং উদ্বোধন করলেন ইউএনও
