॥স্টাফ রিপোর্টার॥ ঈদুল আযহা উপলক্ষে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী এবং রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ১৯শে আগস্ট সকালে সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের বিশেষ ভিজিএফের ২০ কেজি করে চাল বিতরণ উদ্বোধন করেন।
এ সময় শিক্ষা প্রতিমন্ত্রীর সহধর্মিনী রেবেকা সুলতানা সাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম মনোয়ার মাহমুদ, পরিসংখ্যান কর্মকর্তা ফয়সাল হাসান, পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আলমগীর হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ সালাম মিলন ও খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজু প্রমুখ উপস্থিত ছিলেন।
চাল বিতরণ উদ্বোধনকালে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি বলেন, সরকারের গরীব মানুষের জন্য সবসময় চিন্তা করে। এ জন্যই এই বিশেষ ভিজিএফের চাল দেয়া হচ্ছে, যাতে তারা আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে। তিনি সুখে, শান্তিতে থাকার জন্য আগামী নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।
পাঁচুরিয়া ইউনিয়নে বিশেষ ভিজিএফ চাল বিতরণ করলেন শিক্ষা প্রতিমন্ত্রী
