Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ূী সদর উপজেলা পরিষদ আয়োজিত পোশাক তৈরী প্রশিক্ষণের সমাপনী

॥স্টাফ রিপোর্টার॥ স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র সহায়তায় রাজবাড়ী সদর উপজেলা পরিষদ কর্তৃক উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত ১৫দিনব্যাপী পোশাক তৈরী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
গতকাল ১৬ই আগস্ট প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খানের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক। তিনি প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সদর উপজেলা সমবায় অফিস এই প্রশিক্ষণ বাস্তবায়ন করে।