॥স্টাফ রিপোর্টার॥ বাঙালী জাতির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে রাজবাড়ী শহরের ডক্টরস কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে গতকাল ১৫ই আগস্ট ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত ক্যাম্পে দুপুর তিনটা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত রুগী দেখেন ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইকবাল হোসেন। এ সময় বিপুল সংখ্যক রোগীর ফ্রি ব্যবস্থাপত্র প্রদানসহ অন্যান্য চিকিৎসা সেবা প্রদান করা হয়।
জাতীয় শোক দিবসে রাজবাড়ীর ডক্টরস কেয়ারে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে রোগী দেখলেন ডাঃ ইকবাল
