॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের নিউকোলনী বিনোদপুর এলাকা থেকে গত ২৪শে জানুয়ারী বিকেলে ৫বোতল ফেনসিডিলসহ হাবিব শেখ(৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সদস্যরা। আটক হাবিব শেখ স্থানীয় মৃত হামিদ আলী শেখের ছেলে।
রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ এনামুল হক জানান, গত ২৪শে জানুয়ারী বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হাবিব শেখের বসতঘর ঘেরাও করা হয়। এরপর ঘরে তল্লাশী করে তার হাতে থাকা ব্যাগের ভিতর থেকে ৫বোতল ফেনসিডিল উদ্ধার ও তাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে মাদক আইনে রাজবাড়ী থানায় মামলা করা হয়েছে।
নিউকলোনী থেকে ফেনসিডিল উদ্ধার॥মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
