॥আবুল হোসেন॥ যথাযোগ্য মর্যাদার সাথে গতকাল ১৫ই আগস্ট রাজবাড়ী জেলার গোয়ালন্দে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
গোয়ালন্দ উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও কামরুল ইসলাম ডিগ্রী কলেজমহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি পালন করে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে শোক র্যালী বের হয়।
র্যালীটি দৌলতদিয়া-খুলনা জাতীয় মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে উন্মুক্ত মঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দ।
এরপর উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার(ভূমি) শেখ আব্দুল্লাহ সাদীদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুসহ পঁচাত্তরের ১৫ই আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুব রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, কামরুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদল, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল, উপজেলা ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক সুকুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক নির্মল কুমার চক্রবর্তী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুল ইসলাম, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফকির, ব্যবসায়ী আলাউদ্দিন মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনার শেষে বঙ্গবন্ধুর উপর নির্মিত তথ্যচিত্র ‘পলাশী থেকে ধানমন্ডি’ প্রদর্শিত হয়।
অপরদিকে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে সকাল থেকে কোরআনখানী এবং বিকালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদলের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ আব্দুল হালিম তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক আবু মুসা বিশ^াস। অন্যান্যের মধ্যে সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম লিন্টু, আউয়াল আনোয়ার, দিলরুবা খানম, মাসুদ পারভেজ প্রমুখ বক্তব্য রাখেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাজী মাসুদুর রহমান।
এছাড়া উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করাসহ বঙ্গবন্ধুর উপর নির্মিত তথ্যচিত্র ‘পলাশী থেকে ধানমন্ডি’ প্রদর্শিত হয়।
গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
