॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ী সদর উপজেলার ঐতিহ্যবাহী মাটিপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল ১৫ই আগস্ট সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, রচনা লেখন, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রমজান আলী খান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোন্দকার ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন মোল্লা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবু তালেব মোল্লা, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মতিয়ার রহমান, আফজাল হোসেন ও আলীমুদ্দিন সেখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন,বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিরানন্দ কুমার সরকার।
অন্যদিকে বেথুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিবসের তাৎপর্যে প্রধান শিক্ষক মোঃ শাহজাহান গাজীর উদ্যোগে শিশুদের মধ্যে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা লেখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।
জাতীয় শোক দিবসে মাটিপাড়া কাজী ছমির উদ্দিন বিদ্যালয়ে দোয়া মাহফিল
