Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ১৫ই আগস্ট যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে পাংশা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, পাংশা উপজেলা প্রশাসন, পাংশা মডেল থানা, পাংশা উপজেলা মহিলা অধিদপ্তর, পাংশা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, পাংশা সরকারী কলেজ, আইডিয়াল গার্লস কলেজ, পাংশা মহিলা কলেজ, কাজী আব্দুল মাজেদ একাডেমী, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বঙ্গবন্ধু সমাজ কল্যাণ সংস্থাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, হামদ-নাত ও গজল প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ, আলোচনা, মিলাদ-দোয়া মাহফিল ও তবারক বিতরণ প্রভৃতি কর্মসূচির আয়োজন করে।
পাংশা উপজেলা প্রশাসন ঃ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শোক র‌্যালী বের করে।
শোক র‌্যালী শেষে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, প্রামান্যচিত্র প্রদর্শন, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, ছড়া পাঠ/কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা সরকারী কলেজের উপাধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মুহম্মদ আবদুল ওয়াহাব ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য নুরুন্নাহার বেগম বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আবুল কালাম আজাদ ও পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী তাসমিয়া খাতুন প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস। অনুষ্ঠানে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এ.এফএম শফি উদ্দীন (পাতা), উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
পাংশা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, এছাড়া পাংশা বিদ্যুৎ বিভাগের ওজোপাডিকো লিমিটেড, পাংশা বীজ উৎপাদন খামার, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও একটি বাড়ী একটি খামার দপ্তরের কর্মকর্তাবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।